ফুলবাড়ী হতে প্রায় ১৮ কিঃ মিঃ দক্ষিন পশ্চিমে কাজিহাল ইউনিয়ন পরিষদ অবস্থিত। ফুলবাড়ী হতে যোগাযোগ বাস অথবা সি এন জি।এর উত্তর পাশে এলুয়াড়ী ইউনিয়ন, পূর্ব পাশে বেতদিঘী ইউনিয়ন পরিষদ, দক্ষিনে বিরামপুর উপজেলা এবং পশ্চিম পাশে ভারত এর সিমানা।
নাম= ৩নং কাজিহাল ইউনিয়ন পরিষদ।
ভবন স্থাপিত:- ০৭-০৫-২০১০ ইং
ওয়ার্ড= ৯টি।
গ্রামের সংখ্যা=২৫ টি।
মৌজা= ২৭ টি।
মোট জনসংখ্যা=২৯,২২৪জন।
হাট/বাজার= ৪টি।
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম= বাস/সিএনজি
ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর-১ জন
৪) উদ্যোক্তা -২ জন
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
কলেজ = ২টি।
মাধ্যমিক বিদ্যালয় = ৬টি।
নিম্ন মাধ্যমিক = নাই।
প্রাথমিক বিদ্যালয় = ১৫টি।
মাদ্রাসা = ২টি
হাফিজিয়া মাদ্রাসা= ৪টি
ক্লিনিক সংখ্যা= ৩টি
ব্যাংক= ২ টি।
ডাকঘর= ৩টি।
বিধবা ভাতা= ৬৫০ জন।
বয়স্ক ভাতা= ৯৬১ জন।
প্রতিবন্ধী ভাতা= ৩১৪ জন।
মুক্তিযোদ্ধা = ২২ জন।
প্রবাসী = ৫৫ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস